Leadচট্রগ্রামজেলার খবর

ট্রাক উল্টে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ!

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় একটি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এরপর ট্রাকে থাকা একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পুরো ট্রাকে।

বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। বুধবার (৪ জুন) ভোর রাত চারটার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা তিন-চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি ভবনের জানালার কাঁচ ভেঙে যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক নিউটন দাস বলেন, “ট্রাকটি খাদে পড়ে যাওয়ার পর গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। এতে একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে। আমরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।”

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button