Leadঅপরাধ-আদালত

ট্রাইব্যুনালে প্রতিবেদন: জুলাই ‘গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনা

ঢাকা : ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণহানির ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

প্রতিবেদনে আওয়ামী লীগ সভাপতিকে ‘জুলাই গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নামও আছে। প্রতিবেদন পাওয়ার পর প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাসিনা সরকারের পতনের পর হত্যার অভিযোগে বিভিন্ন থানায় ও আদালতে অসংখ্য মামলা হতে থাকে।

গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ ৩৩৯টি অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ১৪১ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

এর মধ্যে বেসামরিক ব্যক্তি ৭০ জন, পুলিশ ৬২ জন এবং সামরিক ৯ জন। তাদের মধ্যে ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮৭ জন পলাতক রয়েছেন।

এসব মামলায় শেখ হাসিনাসহ ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও তার সরকারের আট মন্ত্রীসহ আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট মোট ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতেও গত ১০ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে।

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

গত ১৮ ফেব্রুয়ারি গণহত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত জানিয়ে গত ৯ মে তাজুল ইসলাম জানান, এটি জমা পড়বে ১২ মে।

২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখারপুলে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় করা অভিযোগের বিষয়ে গত ২১ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা পড়ে প্রসিকিউশনে। এটিই বর্তমান সরকারের আমলে করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার প্রধান প্রতিবেদন।

Related Articles

Leave a Reply

Back to top button