অর্থ বাণিজ্য

ট্যানারদের বাকিতে আর চামড়া দেবে না আড়তদাররা

ট্যানারী মালিকদের কাছে বাকিতে আর চামড়া বেঁচবে না আড়তদাররা। বৃহস্পতিবার বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, ট্যানারী মালিকরা গত বছরের বকেয়া শোধ না করায় এবছরে চামড়া বাজারে ধ্বস নেমেছে অভিযোগ করে তিনি জানান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আড়তদাররা বিদেশে কাঁচা চামড়া রপ্তানী করবে।
বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশনের কার্যালয়ে দেলোয়ার হোসেন বলেন ঈদের আগের ব্যাংক ঋণ নিয়ে আড়তদারদের পাওনা শোধ করেননি ট্যানাররা। তিনশো কোটি টাকার বকেয়া রয়েছে ট্যানারদের কাছে। প্রায় দেড়শো এর মত ট্যানারী মালিকের মধ্যে মাত্র তিনটি ট্যানারীর মালিক শতভাগ বকেয়া শোধ রয়েছে।এই তিন কোম্পানী হচ্ছে এপেক্স, রিলায়েন্স আর বুলুয়া লেদার।

এ বিষয়ে আগামী রোরবার সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ হাইড এন্ড স্কিন মার্চেন্টস এসোসিয়েশন।

Related Articles

Leave a Reply

Back to top button