টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে টাইগ্রেসরা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিলো বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে আয়ারাল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সালমা খাতুনরা। বাছাই পর্বের ফাইনাল ওঠার সঙ্গে মূল আসরের টিকিটও নিশ্চিত হলো। ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সানজিদা ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় টাইগ্রেসরা।
২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেল বাংলাদেশের মেয়েরা। বাছাইয়ের ফাইনালে উঠলেই মূল পর্ব নিশ্চিত, এমন সমীকরণে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদশে।
স্কটল্যান্ডের ড্যান্ডিতে টস জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়ে নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা।
আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন রিচার্ডসন ও লরা ডিলানি। এছাড়া, ওর্লা প্রেন্ডারগাস্ট করেন ১০ রান। এই তিনজন ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুতে পারেনি। টাইগ্রেসদের হয়ে ৩টি উইকেট নেন ফাতিমা খাতুন্।
বোলিংয়ে আইরিশদের উড়িয়ে দিয়ে কাজটা সহজ করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সানজিদা ইসলামের অপরাজিত ৩২ রানের ইনিংসে ৯ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।