জাতীয়
টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন
টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার জানান, বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে মার্কেটে আগুন ধরে যায়। মার্কেটটি একতলা টিনশেডের।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
আগুন লাগার কারণ বা বিস্তারিত তথ্য আমরা এখনও জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।