পুঁজিবাজার

টানা পতনের পর সূচক উর্ধ্বমূখী।

টানা পতনের পর অবশেষে সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। একইসঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৯৭টির, আর ৬৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ১৩ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪২৭ কোটি ৬৫ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৯৭টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

Related Articles

Leave a Reply

Back to top button