খেলা
জয়ে ফিরলো বার্সা।

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালকে হারিয়ে জয়ে ফিরলো শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। ঘরেের মাঠ ক্যাম্প ন্যু ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আগের ম্যাচে গ্রানাডার কাছে ২-০ গোলে হারের পর জয় পেল কাতালানরা। ম্যাচের ৬ মিনিটে মেসির কর্ণারে গ্রিজম্যানের হেডে জালে জড়ায় বল।
এরপর ম্যাচের ২৫ মিনিটে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। বিরতির এক মিনিট আগে কাসোরলার গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল। বাকি সময়ে আর কোন গোল না হলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।