Leadক্রীড়াঙ্গন

জোড়া সেঞ্চুরিতে মুমিনুলকে ছাড়িয়ে শান্তর ইতিহাস

অফফর্মের দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়ে গল টেস্টে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আত্মবিশ্বাসহীনতার দিনগুলো পেছনে ফেলে ব্যাট হাতে ফিরে এসেছেন চেনা ছন্দে। দুই ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করে গড়েছেন দুর্লভ কীর্তি—টেস্টে দুইবার টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র বাংলাদেশি ব্যাটার এখন ‘শান্ত’।

এমন কীর্তি ছিল এতদিন শুধু মুমিনুল হকের দখলে, এবার তাকেও ছাড়িয়ে নিজের নাম বসালেন অনন্য এক উচ্চতায়। সেঞ্চুরির করার পথে দুবার জীবন পান শান্ত। ৬৬ ও ৯০ রানে। খেলেন

৫৬ রানে অপরাজিত থেকে টেস্টের পঞ্চম দিন শুরু করেন শান্ত। প্রথম ওভার থেকেই ব্যাটিংয়ে ছিল পজিটিভ অ্যাপ্রোচ। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে এগিয়ে নিতে থাকেন ইনিংস।

রানের চাকা ঘুরেছে নিয়মিত, বাড়তে থাকে চাপ প্রতিপক্ষ শ্রীলঙ্কার ওপর। তবে দুঃখের জায়গাটা ছিল মুশফিকের উইকেট। মাত্র ১ রান দূরে থেকে রান আউট হয়ে ফিরেন অভিজ্ঞ ব্যাটার। তাদের ১০৯ রানের জুটি ভেঙে যাওয়ার পর কিছুটা ধাক্কা খায় দল।

মুশফিকের আউটের কিছুক্ষণ পরেই নামে বৃষ্টি, খেলা বন্ধ থাকে প্রায় আড়াই ঘণ্টা। তবে সেই ছন্দপতনেও শান্তর ব্যাটিংয়ে দেখা যায় না কোনো বিচ্যুতি। ফিরে এসে তুলে নেন ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি, যা তাকে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটারদের তালিকায় আরও পোক্তভাবে বসিয়ে দেয়।

২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শান্ত। সেসময় প্রথম ইনিংসে ১৪৬ এর পর দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান।

এর আগে, দেশের প্রথম ব্যাটার হিসেবে ২০১৮ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই চট্টগ্রামের সাগরিকায় দুই ইনিংসে টানা সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৫, দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের ইনিংস ছিল তখন তার ব্যাটে। সাদা পোশাকে এখন পর্যন্ত মুমিনুলের সেঞ্চুরি সংখ্যা ১৩টি—যার বেশিরভাগই এসেছিল দেশের মাটিতে।

Related Articles

Leave a Reply

Back to top button