রাজনীতি
‘জামিন পেলে বিদেশ যাবেন খালেদা’
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া অসুস্থ, জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন বলে জানিয়েছেন দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশিদ।
বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসাপাতলে চিকিৎসাধীন দলের চেয়ারপরসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ৩ সংসদ সদস্য।
পরে সাংবাদিকদের হারুনুর রশিদ জানান, তিনি খুব অসুস্থ, নিজ হাতে খেতে পারেন না। ডায়াবেটিসও বেড়ে গেছে। জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলেও জানান তিনি।
এছাড়াও খালেদা জিয়া দলের খোঁজ খবর নিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন বলেও জানান হারুনুর রশিদ ।