জামায়াত নেতার মৃত্যু, বিএনপির ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

লক্ষ্মীপুরের রাজিবপুর এলাকায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা কাউছার আহমেদ মিলনের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নিহতের ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ জুন) রাতে নিহতের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা করেন। এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন মো. রিয়াজ, রনি, কামাল, সোহাগ, জহির, রকি, বাবুল, সোহেব হেবেছা, সাহেদ, সুমন, স্বপন আহমেদ এবং অজ্ঞাতনামা আরও ২০ জন। অভিযুক্তরা আদিলপুর ও রাজিবপুর এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, পারিবারিক ও রাজনৈতিক বিরোধের জেরে বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজিবপুর এলাকায় বাদীর বাড়ির সামনে হামলা চালানো হয়। প্রথমে জামায়াত নেতা কাউছারের ভাই আফতাব হোসেন আরজুর ওপর হামলা হয়। তাকে বাঁচাতে গিয়ে কাউছার নিজেও হামলার শিকার হন।
হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং মাটিতে ফেলে পেটাতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, নিহতের স্ত্রী মামলা দায়ের করেছেন এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে কাউছার হত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর জেলা শাখা সোমবার (৯ জুন) দুপুরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। দলের জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে বিএনপি এ ঘটনায় নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায় আরোপ করার প্রতিবাদে একই দিন সকাল ১০টায় গোডাউন রোডের বশির ভিলা হলরুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান এ তথ্য জানান।
নিহত কাউছার আহমেদ রাজিবপুর এলাকার মৃত মমিন উল্যার ছেলে এবং বাঙ্গাখাঁ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।