জাতীয়

জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের সমাবেশে হামলার নিন্দা জানিয়েছেন শারমীন এস মুরশিদ

সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বুধবার মতিঝিলে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের একটি গ্রুপের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, সরকার হামলার তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেফতার করা হবে। সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনায় আবিষ্ট হয়ে সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করছি যে, বাংলাদেশে জনতার সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। সরকার সতর্ক করে যে কেউ সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষা বিঘ্নকারী কার্যকলাপে জড়িত থাকলে কঠোর পদক্ষেপের সম্মুখীন হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button