অপরাধ-আদালতজেলার খবরঢাকা

জমি নিয়ে বিরোধ, ঢিলে প্রাণ গেল বৃদ্ধের

বদরুল আলম কিবরিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামে জমি নিয়ে বিরোধে সৎ ভাইয়ের ছেলের ছোড়া ঢিলে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমির খান (৫৭)। তিনি ওই গ্রামের মৃত হোসেন খানের ছেলে এবং তিন সন্তানের জনক। অভিযুক্ত ভাতিজা ফয়সাল খান রিফাত (২২), তিনি আমির খানের সৎ ভাই খোরশেদ খানের ছেলে।

এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ফয়সাল খান রিফাত পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিহতের পরিবারে বইছে মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে ,জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমির খান ও তার ভাতিজা ফয়সাল খান রিফাতের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে গাছের ডালপালা কাটা নিয়ে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নিহতের পরিবারের অভিযোগ, উত্তেজনার সময় ফয়সাল খান রিফাত ইট ছুড়ে মারলে আঘাত পেয়ে আমির খান গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অভিযুক্ত রিফাতের পরিবারের দাবি, সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তাদের ভাষ্যমতে, তর্ক-বিতর্কের একপর্যায়ে আমির খান স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম এবং এএসপি (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী তদন্ত কর্মকর্তা এসআই সিদ্দিকুর রহমান জানান, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আইনগত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যালোচনা করছেন।

এ বিষয়ে ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দেয়ালের পেছন থেকে ঢিল ছোড়া হয়েছিল। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button