চট্রগ্রামজেলার খবর

জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে দফায় দফায় এই সংঘর্ষ হয়।

সরাইল থানার ওসি রফিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। সংঘর্ষ চলাকালে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে সড়কের পাশে একটি জমি নিয়ে ‘শিশু চেয়ারম্যান’ নামে পরিচিত রাজিবের গোষ্ঠী ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, “জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Related Articles

Leave a Reply

Back to top button