
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চার জনপ্রতিনিধির বাড়ি থেকে ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের ৬৮ বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী।
এ সময় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) রাতে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)। চাল দরিকান্দি ইউনিয়নের অসহায় ও দুস্থ ৯৩ জন উপকারভোগী নারীর মধ্যে বিতরণ করার কথা ছিল।
পুলিশ ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে ভিডব্লিউবি প্রকল্পের জন্য বরাদ্দ পাওয়া চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে ইউপি সদস্যরা নিজেদের বাড়িতে রেখেছেন—এমন খবর পেয়ে বৃহস্পতিবার (২৯ মে) রাতে চার ইউপি সদস্যর বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
এ সময় ইউপি সদস্য পারভীনের বাড়িতে ১৭ বস্তা, হবি সরকারের বাড়িতে ৭ বস্তা, হাবিব মিয়ার বাড়িতে ২৫ বস্তা ও হাসান মিয়ার বাড়ি থেকে ১৯ বস্তা চাল জব্দ করা হয়। প্রত্যেক বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। এ ঘটনায় ওই চার জনপ্রতিনিধিকে আটক করে যৌথ বাহিনী। পরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা বলেন, ইউপি সদস্যদের বাড়ি থেকে মোট ৬৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অধীনে ভিডব্লিউবি প্রকল্পে ১ হাজার ৭১৭ জন উপকারভোগী আছেন। এর মধ্যে জব্দ করা ৬৮ বস্তা চাল দরিকান্দির ৯৩ জন উপকারভোগীর জন্য বরাদ্দ ছিল। গত বছর ওই চারজন ইউপি সদস্যর চাল বরাদ্দের মেয়াদ শেষ হয়েছিল। চলতি মে মাসে পাঁচ মাসের চাল তাঁরা বরাদ্দ পেয়েছিলেন।
বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা বলেন, ৬৮ বস্তা চাল জব্দসহ একজন সংরক্ষিত আসনের নারী সদস্য ও তিনজন ইউপি সদস্যকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাঞ্ছারামপুর থানার ওস) মোরশেদ আলম চৌধুরী বলেন, এ ঘটনায় সংরক্ষিত আসনের এক নারীসহ চার ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।