Leadবিনোদুনিয়া

জটিল রোগে ভুগছেন জোভান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। তবে দীর্ঘমেয়াদী এক অসুখে ভুগছেন জনপ্রিয় এ অভিনেতা। এ কারণে নিজের সঙ্গে অন্যদের ভালো ব্যবহার করার কথাও জানিয়েছেন জোভান।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মাইগ্রেনের ব্যথার কথা জানিয়েছেন এ অভিনেতা। শনিবার (২৮ জুন) রাতে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে জোভান জানান, দীর্ঘদিন ধরে মাইগ্রেনে আক্রান্ত তিনি।

এ ধরনের অসুস্থতায় বাড়তি যত্ন কিংবা সচেতনতা তৈরিরও বার্তা দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা।

পোস্টে নিজের একটি ছবিজুড়ে দিয়ে জোভান লিখেছেন, আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন? বেশি গরম পড়লে আমাদের মাথাব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথাব্যথা করে। এখন বৃষ্টির সিজন। বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথাব্যথা করে।

তিনি আরও লিখেছেন, মাইগ্রেন রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।

এ ঈদে মুক্তি পাওয়া জোভান অভিনীত নাটক ‘আশিকি’ এখনো আলোচনায়। শুধু তাই নয়, নানা আলোচনায় জড়ানো এ নাটকটি বেশি ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যায় জোভানকে। আতিক জামানের ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। তারপর ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে গেছেন। দুর্দান্ত অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে।

Related Articles

Leave a Reply

Back to top button