জাতীয়
ছোট হামলা করে জঙ্গি রা বড় হামলার প্রস্তুতি নিচ্ছে: ওবায়দুল কাদের
ছোটখাটো হামলা করে জঙ্গিরা বড় কোন হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের একথা বলেন।
কাদের বলেন, শনিবার রাতে সায়েন্স ল্যাবে পুলিশের ওপর বোমা হামলার ঘটনার পর পুলিশের জোরদার তৎপরতা শুরু হয়েছে। জঙ্গিরা এখনো সক্রিয় জানিয়ে হামলাকারীদের ধরতে আইনশৃৃংখলা বাহিনীর সব সংস্থা কাজ করছে বলেও জানান কাদের। তবে, হামলার টার্গেট স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন না বলেও জানান তিনি। এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, আসামের ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এটি পর্যবেক্ষণ করছে সরকার। বলেন, মোটরযান আইন নিয়ে গুজব ছড়িয়ে পরিবহন শ্রমিকদের উস্কে দেয়ার চেষ্টা করছে একটি মহল।