জেলার খবর
ছেলের জন্য পানি আনতে গিয়ে নিহত বাবা।

সন্তানের জন্য পানি আনতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে বাদশা হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটের ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে সুন্দরবন পরিবহনে করে ঢাকা যাচ্ছিলেন বাদশা, সঙ্গে স্ত্রী ও দুই শিশুপুত্র। বাসটি কাঁঠালবাড়ী ৩ নম্বর ফেরিঘাট দিয়ে ফেরিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এসময় ছেলে পানি পান করতে চাইলে বাদশা হাওলাদার বাস থেকে নেমে দোকানে পানি আনতে যান। পানি নিয়ে বাসের কাছে এলে বাসটি ফেরিতে ওঠার জন্য সামনে অগ্রসর হয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।নিহত বাদশা হাওলাদার বাগেরহাটের চিলা ইউনিয়নের জয়মনিরঘোল গ্রামের সালাম হাওলাদারের ছেলে।