এনএনবি বিশেষজাতীয়

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

করোনা মহামারির স্থবিরতা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে এবারের ঈদ বাজার।

আজ শুক্রবার ছুটির দিনে বিপনি-বিতানগুলোতে ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে ঈদের বেচাকেনা।

দোকানগুলোতে শোভা পাচ্ছে নারী-পুরুষের পাশাপাশি ছোট সোনামনিদের নতুন ঈদ কালেকশন।

বড়দের পোশাকের দোকানগুলোর থেকে ঈদের কেনাকাটায় ছোটদের পোশাকের দোকানে ভিড় অনেক বেশি বলে জানালেন বিক্রেতারা। তারা বলছেন, ‘গত দু’বছর করোনা ভাইরাসের প্রকোপের কারণে ঈদে বেচাকেনা অনেক খারাপ গেছে। এ বছর সেই ক্ষতি কাটিয়ে উঠতে চান তারা।

তাই দোকানগুলোতে যেমন বাহারি পোশাকের কালেকশন রয়েছে। তেমন দামও ক্রেতাদের নাগালে মধ্যে রয়েছে বলে জানান তারা।’

রোজার শুরু থেকে ঈদের কেনাকাটা শুরু হলেও, ১৫ রোজার পর আরো বেশি বিক্রি বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।

ঈদের কেনাকাটা করতে আসা মুক্তা জাহান বলেন, রোজার শেষের দিকে অনেক চাপ হয়। সে জন্য এখনই কেনাকাটা শেষ করতে চাইছি, তবে এবার সবকিছুরই দাম বেশি বলে জানান এ ক্রেতা।

এদিকে, এবারের ঈদ গরমে হওয়ায় ক্রেতাদের কেনাকাটায় পছন্দের তালিকার শীর্ষে রয়েছে স্বস্তি ও আরামদায়ক দেশিয় পোশাক। তাই দেশিয় বুটিকসগুলোতে রয়েছে বাহারি পোশাকের পসরা।

গরমে পড়ে আরাম, সেসঙ্গে ফ্যাশনেবল এমন ঈদ পোশাক কিনতে আসা এক তরণী জানালেন, ঈদ পোশাকে তার পছন্দ দেশীয় পোশাক। এবার দোকানগুলোতে নতুন পোশাকের সমারোহ অন্যান্যবারের তুলনায় বেশি বলেও জানান এ ক্রেতা।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমসিম খাওয়া অবস্থার মাঝে নিয়ে ঈদে বেচাকেনা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও চাঁদরাত পর্যন্ত এবারের বেচা-কেনা খুব ভাল হবে বলে প্রত্যাশা বিক্রেতাদের।

Related Articles

Leave a Reply

Back to top button