Leadএনএনবি বিশেষজাতীয়ফিচার

ছুটির দিনে …

আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আর ছুটির দিন মানেই এদিন একটু বিনোদনের ছোঁওয়া চায় রাজধানীবাসী। আর তাই বিনোদন প্রিয় মানুষদের জন্য নিউজ নাউ বাংলায় থাকছে আজকের আয়োজন। আজ রাজধানীতে কি কি উৎসব ও আয়োজন রয়েছে তারই তথ্য তুলে ধরেছেন নাজনীন লাকী।

বিনোদনপ্রেমীদের জন্য প্রথমে রয়েছে সিনেমার খবর:

সিনেমাপ্রেমীদের জন্য আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত দুই সিনেমা, ‘শিমু’ আর রাজ-পরীমনির ‘গুণিন’।

চলচ্চিত্র শিমু:

রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘শিমু’ তে বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি।

ফ্রান্সের সেইন্ট জঁ দ্য-লুজ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন রিকিতা নন্দিনী শিমু।

ইতালির টোরিনো বা তুরিন চলচ্চিত্র উৎসবে পেয়েছে ইন্টারফেদি পুরস্কার এবং ফ্রান্সের এমিয়েন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা দর্শক পুরস্কার ও জুরি পুরস্কারসহ ৩টি পুরস্কার।

বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘শিমু’ ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন। আর ছবিটির পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।

গুণিন:

 

এদিকে, আজ সারাদেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে রাজ-পরীমনি অভিনিত সিনেমা ‘গুণিন’।

এই সিনেমাটি রাজ এবং পরীমনি’র জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি সিনেমা কারণ এই সিনেমার মাধ্যমেই তাদের পরিচয় প্রেম–প্রণয় এবং পরিণতিতে বিয়ে।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে ‘গুণিন’ সিনেমা নির্মাণ করেছি। সিনেমাটির গল্প অসাধারণ।

‘গুণিন’ সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

 

আজ থেকে আবারো শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট- সিজন ৪’

দেশের তরুণ প্রজন্মের লাইফস্টাইল, আবেগ ও তাদের হাসি-ঠাট্টায় ভরপুর সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন ৪ প্রচারে আসছে আজ। কাজল আরেফিন অমি পরিচালিত এ সিরিয়ালটি টিভি ও ইউটিউবে প্রচার হবে৷

নির্মাতা কাজল আরেফিন অমি জানান, ১১ মার্চ থেকে সপ্তাহে ৩ দিন (শুক্র, শনি ও রোববার) ব্যাচেলর পয়েন্ট সিজন ৪ প্রচার হবে। রাত ৮:২৫ মিনিটে টিভিতে প্রচারের পর ধ্রুব টিভির ইউটিউবে উন্মুক্ত হবে প্রতি অ্যাপিসোড।

 

দুই বাংলার শিল্পীদের নিয়ে দুই দিনব্যাপী নজরুল উৎসব

গান ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। যারা নজরুলসংগীত পছন্দ করেন তাদের জন্য বাড়তি পাওয়া হলো, আজ থেকে দেশের পাশাপাশি ওপর বাংলার কণ্ঠশিল্পীদের নিয়ে শুরু হচ্ছে নজরুল উৎসব।

গুলশান সোসাইটি লেকপার্কে, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ও অরুণরঞ্জণীর যৌথ উদ্যোগে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় এই উৎসব আয়োজন করা হচ্ছে।

এই উৎসবে দুই বাংলার শিল্পীদের নিয়ে ১২৫টি স্বল্প প্রচলিত নজরুল সংগীতের মোড়ক উন্মোচন এবং নজরুল সংগীত কোষের (অনলাইন) উদ্বোধন করা হবে। এতে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান এবং উদীয়মান প্রায় শতাধিক শিল্পী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন।)

অনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের মধ্যে থাকবেন শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, জয়তী চট্টোপাধ্যায় ও সুস্মিতা গোস্বামী। আর বাংলাদেশের শিল্পীদের মধ্যে থাকবেন শাহীন সামাদ, ইয়াকুব আলী খান, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, নাশিদ কামাল, ইয়াসমীন মুশতারী, প্রিয়াঙ্কা গোপসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর ও ডালিয়া আহমেদ। নৃত্য পরিচালনায় থাকবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়।

প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

 

পাঁচ দিনব্যাপী প্রামাণ্যচিত্র উৎসব

দশমবারের মতো মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করতে যাচ্ছে, মুক্তি ও মানবাধিকারবিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব লিবারেশন ডকফেস্ট।

দেশ-বিদেশের ১৪০টি সিনেমা দেখানো হবে এতে। দেড় ঘণ্টার একটি সিনেমার টিকিট মাত্র ২০ টাকা।

এ টিকিট সংগ্রহ করা যাবে অনলাইনে। তরুণ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থীদের জন্য অনলাইনে অ্যাক্রেডিটেশনের মাধ্যমে ছবি দেখার সুযোগ রয়েছে।

এ বছর উৎসব হবে আংশিক সরাসরি।

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের মূল মিলনায়তনে শারীরিক দূরত্ব রেখে প্রতিদিন চারটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অনলাইনেও নির্বাচিত ছবিগুলো দেখানো হবে প্রতিদিন।

Related Articles

Leave a Reply

Back to top button