Leadঅর্থ-বাণিজ্য

চার দফা বাড়ার পর কত কমলো সোনার দাম?

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: টানা ৪ দফায় বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ৫ হাজার ৪৪৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) থেকেই নতুন দাম কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওই সময় ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।

বিশ্ববাজারে ফের কমেছে সোনা-রুপার দাম
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৭ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৩ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৪ বার।

Related Articles

Leave a Reply

Back to top button