রাজনীতি

চাঁদাবাজির মামলায় কাউন্সিলর মঞ্জু গ্রেফতার, অস্ত্র-মাদক উদ্ধার।

চাঁদাবাজির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করেছে র‌্যাব। তার টিকাটুলি কার্যালয় ও বাসায় অভিযান চালিয়ে দুটি পিস্তল, মদ, ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। অভিযানে মঞ্জুর গাড়ি চালক সাজ্জাদকেও গ্রেফতার করেছে র‌্যাব।
৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেটে চাদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ছিলো আগে থেকেই। ওয়ারি থানায় এক ব্যবসায়ীর দায়ের করা মামলায় দুপুরে টিকাটুলি কাউন্সিলরের কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাব। সেখান থেকে দুটি পিস্তল, বিদেশি মদ, গাজা, ফেনসিডিল, ও যৌন উত্তেজক ওষুধসহ তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, দীর্ঘদিন থেকেই অবৈধ দখলদারি, চাঁদাবাজির মতো অপরাধে করে এসেছেন ময়নুল হক মঞ্জু। চাঁদাবাজির মামলায় তাকে আটক করা হয়েছে। অভিযানে তার ড্রাইভার সাজ্জাদকেও আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
র‍্যাব-৩ অধিনায়ক বুলবুল বলেন, কাজী মো. রনি নামে রাজধানী সুপার মার্কেটের একজন ব্যবসায়ী গত বুধবার ওয়ারী থানায় একটি মামলা করেন। তার অভিযোগ, কাউন্সিলর মঞ্জু তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ওই টাকা না দেওয়ায় বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।
ওই কাউন্সিলরের বিরুদ্ধে এ ধরনের আরও অনেক অভিযোগ আছে। এর ভিত্তিতেই আজ তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
এদিকে তার গ্রেফতারের খবরে কাউন্সিল অফিসের সামনে মঞ্জুর বিরুদ্ধে স্লোগান দেন এলাকার মানুষ। পরে মঞ্জুর গোলাপবাগের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেও কয়েক ক্যান বিয়ার ও দেশি মদ উদ্ধার করে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Back to top button