রাজকূট
চসিকে মেয়র পদে মনোনয়ন ফরম নিলেন বিএনপির ৪ নেতা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির চার নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহকারী বিএনপির ৪ নেতা হলেন- মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, মহানগরের সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী নেতা এরশাদ উল্লাহ।
আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে প্রার্থীদেরকে মনোনয়ন ফরম জমা দেয়ার কথা রয়েছে দলটির।
দলীয় সূত্রে জানা গেছে, । আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ হবে। সাক্ষাৎকার শেষে যাচাই-বাছাই করে মেয়র পদে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।