জাতীয়

ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ আনোয়ার হোসেন, এ তথ্য নিশ্চিত করেছেন ।

পুলিশ সুপার জানান, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। জানান, ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করে দিনাজপুর পুলিশ লাইনে আনা হয়েছে।

এদিকে, ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় তার বড় ভাই শেখ ফরিদ উদ্দীনের করা মামলাটি ঘোড়াঘাট থানা থেকে স্থানান্তর করে দিনাজপুর ডিবি পুলিশে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা বাবা ওমর আলী শেখকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

Related Articles

Leave a Reply

Back to top button