পুঁজিবাজার
গ্রামীণফোনের শেয়ারে ব্যাপক দরপতন

সূচক কমেছে দেশের পুঁজিবাজারে। আর এতে অন্যতম ভূমিকা রেখেছে বড়-মূলধনী কোম্পানি গ্রামীণফোনের শেয়ারের ব্যাপক দরপতন।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৬৭টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৬৮৮ পয়েন্টে।
দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩৭৭ কোটি ১৯ লাখ টাকা।
সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১০২টির, আর ৩৫টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।