গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত: একদিনে নিহত ১০৮

মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনের গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী। রোববার (৮ জুন) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় অন্তত ১০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৯৩ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (৮ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সে থেকেই চলছে ধারাবাহিক হামলা, যার মাত্রা ঈদের দিনেও কমেনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৮০ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২২৭ জন।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মাত্র দুই মাসের মাথায়, ১৮ মার্চ থেকে আবারও হামলা শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে প্রাণ হারিয়েছেন আরও ৪ হাজার ৬০০-এর বেশি মানুষ।
২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। ইসরায়েল এখনো দাবি করছে, প্রায় ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় অভিযান চলবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন করে দু’মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। নেতানিয়াহু এতে সম্মতি দিলেও হামাস এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।