
আন্তর্জাতিক
গণ কবরের সন্ধান মিলল ইউক্রেনের দোনেস্কে’তে
এবার গণ কবরের সন্ধান মিলেছে ইউক্রেনের দোনেস্ক এলাকার লিম্যান শহরে । শুক্রবার দোনেস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর পাভলো কিরিলেন্কো টেলিগ্রাম বার্তায় এ খবর জানিয়েছে। বার্তায় তিনি বলেছেন,ইউক্রেন কর্তৃপক্ষ সম্প্রতি লিম্যান শহরে গণ কবরের সন্ধান পেয়েছে। তবে এতে কত সংখ্যক সেনা ও সাধারণ নাগরিককে দাফন করা হয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি। [ খবর : আল-জাজিরা ]
ইউক্রেনের উর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কবরস্থানটিতে ১৮০টি লাশ দাফন করা হয়েছে যার মধ্যে শিশুরাও রয়েছে। জানা যায়, গত সপ্তাহে দোনেস্কের এই অঞ্চলটি রাশিয়ার সেনাদের কাছ থেকে পুর্নদখলে নিয়েছিল ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনে যুদ্ধাপরাধের সত্যতা পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনী ইউক্রেনের সাধারণ নাগরিকদের উপর হামলা, হত্যাকাণ্ড, মারধর ও যৌন নির্যাতন চালিয়েছে।

