রাজকূট

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, বাসাতেই চলবে চিকিৎসা: ডা. জাহিদ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে।

বুধবার (১৮ জুন) দিন গতরাতে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসভবনে নেওয়ার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, রুটিন চেকআপের জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ সময় মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. জিয়া, প্রফেসর ডা. জাফর ইকবাল এবং ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া, অনলাইনে ডা. জুবাইদা রহমান, প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী এবং প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদও পরামর্শ দিয়েছেন। ডা. মামুনও এ সময় উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে। পাশাপাশি উনার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় বেগম জিয়ার চিকিৎসা চলবে। আল্লাহর অশেষ রহমতে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি উল্লেখ করেন যে, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছিলেন, এমনকি হাসপাতালেও তিনি চিকিৎসার খোঁজ নিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button