জাতীয়

খালেদার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিএনপির মিছিল, গাড়ি ভাংচুর

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ দেখানোর সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। আদালত চত্বরেও বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আকস্মিক হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। এসময় নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় সুপ্রিম কোর্টে প্রবেশের সব গেট।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোাগান দিতে থাকে। অনুমতি ছাড়া প্রধান সড়কে অবস্থান ও বিক্ষোভে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।
বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
এসময় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে এই সড়কের যান-চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে মারা হলে পুলিশ বাঁশি ফুঁ দিয়ে তাদের ধাওয়া দেয়। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সড়কের বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে বিএনপির নেতা-কর্মীরা পল্টনের দিকে চলে যান।
একইসময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা।
এর আগে সকালে প্রেসক্লাব মিলনায়তনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সভা করে দলটি। সভা শেষে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে হাইকোর্টের দ্বিতীয় গেটে অবস্থান নেয়।

Related Articles

Leave a Reply

Back to top button