রাজনীতি
খালেদার আটকে উদ্বেগে কনজারভেটিভ পার্টি: আমির খসরু
খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রাখায় ব্রিটেনের কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান উদ্বেগ প্রকাশ করেছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সফররত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জন এ্যান মেইনের নেতৃত্বে অলপার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। রোহিংগা সমস্যা এখন বৈশ্বিক সমস্যা, তাই এটি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার কথাও উঠে আসে বৈঠকে।