জাতীয়
কুর্মিটোলায় প্রাইভেটকারের চাপায় আহত ১৩

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া একটি প্রাইভেটকারচাপায় ১৩ জন পথচারী আহত হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক নিউজনাউবাংলাকে জানান, হঠাৎ করেই মিরপুরের দিক থেকে বেপোরোয়া গতিতে ছুটে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসের জন্য দাঁড়িয়ে থাকা কয়েকজন পথচারীকে চাপা দেয় প্রাইভেটকারটি। এতে ১৩ জন আহত হয়।তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাশের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় চালককে আটক করে প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোট ১৩ জনের মধ্যে দুইজন নারী ও একজন শিশু রয়েছে বলেো জানিয়েছে থানা কতৃপক্ষ।