জেলার খবর

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজার সংলগ্ন জামতলী এলাকায় ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৬জন সদস্যসহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১০ জন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার এ কথা নিশ্চিত করেছেন।লালমাই থানা ও হাইওয়ে পুলিশ জানায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার লালমাই উপজেলাধীন বাগমারা বাজার সংলগ্ন জামতলী নামক এলাকায় রবিবার সাড়ে ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লাকসাম গামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রথমে একটি মাইক্রো বাসকে ধাক্কা দিয়ে একে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে কুমিল্লা গামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়।এতে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচরে যায়। ফলে একই পরিবারের ৬জন ও সিএনজি অটোরিক্সা চালকসহ ৭ জন নিহত হয়। এর মধ্যে ঘটনাস্থলেই তিন জন পুরুষ ও ২ জন মহিলা নিহত হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ২ জন শিশুকে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ থেকে ১০জন পথচারী।

Related Articles

Leave a Reply

Back to top button