আন্তর্জাতিক

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার পরিকল্পনা!

নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরের ভারত অংশে ঢোকার পরিকল্পনা করছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কট্টরপন্থীরা।
বার্তা সংস্থা রয়টার্সে প্রতিবেদন বলছে, পাকিস্তানের কাশ্মীরিদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। জামাত-ই-ইসলামির নেতা হাবিবুর রহমান জানান, নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ইমরান খান ও নরেন্দ্র মোদি। ভাষণের পর কাশ্মির নিয়ে আন্তর্জাতিক মহলের কার্যক্রমের অপেক্ষায় আছে তারা। ফলাফল দেখে হাজারো মানুষ নিয়ে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করবে বলে জানান পাকিস্তান অধিকৃত কাশ্মিরের বাসিন্দারা। তবে নিয়ন্ত্রণ রেখা ভাঙার চেষ্টাকে কখনোই সমর্থন করবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

Related Articles

Leave a Reply

Back to top button