কাল যুবলীগের ৭ম কংগ্রেস, নেতৃত্বের আলোচনায় কারা ?

কাল হতে যাচ্ছে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস। ক্যাসিনোকাণ্ডে যুবলীগের শীর্ষ নেতৃত্বের নাম আসায় এবার পোড় খাওয়া নেতাকর্মীরা আশায় বুক বেধে আছেন। তারা ভাবছেন নেতৃত্বে আসবেন স্বচ্ছ ভাবমূর্তির নেতারা। এক্ষেত্রে চেয়ারম্যান পদে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশের নাম আছে আলোচনায়। বিদেশ থেকে পড়াশোনা করে আসা এ বিশ্ববিদ্যালয় শিক্ষকের রাজনীতিতে আগে থেকে না থাকলেও কর্মীরা মনে করছেন পরশের স্বচ্ছ ভাবমূর্তি তাঁকে এগিয়ে রাখবে।
আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেসের প্রস্তুতি দেখতে এসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেরকই ইঙ্গিত দিলেন। তিনি সাংবাদিকদের বলেন, কাউন্সিলরদের ভোটে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির পরিবারের সদস্যকে পছন্দ করলে কোন আপত্তি নেই।
একটি সূত্র জানিয়েছে পরশই হচ্ছেন যুবলীগের পররর্তী চেয়ারম্যান। পদ গ্রহণে তার আপত্তিও নেই।
তবে সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর গুঞ্জন। সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজনেই নাম আছে আলোচনায়। এ পদেও রাজনৈতিক অভিজ্ঞতাকেই গুরুত্ব দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারির নাম বেশ জোরেশোরেই আলোচিত হচ্ছে। আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ব্যরিস্টার সাজ্জাদ হোসেন। তাঁর সাংগঠনিক দক্ষতার পাশাপাশি সততা ও স্বচ্ছ ইমেজ এগিয়ে রাখছে তাকে।
যুবলীগের প্রসিডিয়াম সদস্য এডভোকেট বেলাল হোসেনকে সাধারণ সম্পাদক করতে চেষ্টা করছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। এছাড়া আলোচনায় আছেন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি।
তবে যুবলীগ নেতারা বলছেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।
কাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের কংগ্রেসের উদ্বাোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।