জাতীয়

কার্জন হল থেকে ভবঘুরের মরদেহ উদ্ধার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় এক ভবঘুরের লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল।
নিহতের নাম সেলিম হাওলাদার (৪৮)। বুধবার সকাল ৮টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, কার্জন হলের রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ছিলেন সেলিম। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সেলিম হাওলাদার হাইকোর্ট এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

Related Articles

Leave a Reply

Back to top button