জাতীয়লিড স্টোরি

কারাগারে বসেই সাবেক মন্ত্রীর ফেসবুক পোস্ট!

ঢাকা : কারাগারে থাকা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করা হয়েছে। পোস্টটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা জানানোর পাশাপাশি দলের নেতৃত্বের পরিবর্তন চাওয়া হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পোস্টটি ভাইরাল হয়। পোস্টটি করার এক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়। ফেসবুক প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দেয়া হয়। একাধিক বার চেষ্টা করেও অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

তবে পোস্টটি সরিয়ে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পোস্টে বলা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজ তার হঠকারিতার জন্যই আমাদের দলের এ পরিণতি।

আরও বলা হয়, দলের নেতৃত্ব পরিবর্তন ও সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

পোস্টটির মন্তব্যে কারাগারে থেকে ফারুক খান কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, সম্ভবত ফারুক খানের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তবে পোস্টটি ফারুক খান নিজেই করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button