চট্রগ্রামজেলার খবরমিডিয়াওয়াচ

কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন ব্রাহ্মণবাড়িয়ার ২১ সাংবাদিক

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার অসুস্থ-অসচ্ছল ২১ সাংবাদিককে অনুদানের চেক দিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

মঙ্গলবার (১০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের কাছে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ।

এ সময় প্রধান অতিথি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

ওই সময় প্রবীণ সাংবাদিক আফজালুর রহমানের হাতে ১ লাখ টাকার চেক সহ আরো ২০ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিকের হাতে ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারি কমিশনার প্রিন্স সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজুসহ অন্যরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক নেতারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমানের পারভেজ।

Related Articles

Leave a Reply

Back to top button