কলাবাগান ক্লাবেও ক্যাসিনো ছিল, অস্ত্র-গুলি-ইয়াবাসহ সভাপতি গ্রেপ্তার।
ধানমণ্ডির কলাবাগান ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে ক্লাবটির সভাপতি কৃষকলীগ নেতা সফিকুল আলম ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব।
ওই ক্লাবেও যে ক্যাসিনো চালানো হত, অভিযানে তার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন র্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ।
এরআগে দুপুর দেড়টার দিকে ক্লাবটির সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় র্যাব। পরে বিকাল ৪টার দিকে ক্লাবটির আশপাশ ঘিরে ফেলেন র্যাব সদস্যরা। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শফিকুল আলমকে নিয়ে ক্লাবটিতে অভিযান শুরু হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গাউসুল আজম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
র্যাব-২ এর অধিনায়ক আরও বলেন, আমরা দুপুর থেকে ক্লাবটিতে অবস্থান নিয়েছি। আমাদের কাছে তথ্য ছিল ক্রীড়াচক্রের আড়ালে অনুমোদনহীন বিভিন্ন কার্যক্রম সেখানে চলতো।
তিনি জানান, ইয়াবা ও বিদেশি পিস্তল ফিরোজের হেফাজত থেকেই উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা বাজারের অন্য ইয়াবার চেয়ে ভিন্ন। তিনি বলেন, ইয়াবাগুলো হলুদ রঙয়ের এবং গন্ধহীন।
তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ধানমন্ডি থানায় পৃথক মামলা হবে বলে জানান তিনি।
কলাবাগান ক্রীড়াচক্রের পর র্যাব সদস্যরা অভিযান শুরু করেন ধানমণ্ডি ক্লাবে। পরে এলিফ্যান্ট রোডের অ্যাজাক্স ক্লাবেও অভিযান চালানো হবে বলে আশিক বিল্লাহ জানিয়েছেন।