আন্তর্জাতিক

করোনা ভাইরাস: মৃতের সংখ্যা ২৯৩৩

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৯৩৩ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৮৩৫ জন। চীনের বাইরে ৯৮ জন। এর মধ্যে ইরানে ৪৩, ইটালিতে ২১, দক্ষিণ কোরিয়ায় ১৭, জাপান ৫, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৬, হংকং ও ফ্রান্স ২, ফিলিপাইন এবং তাইওয়ানে ১ জন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৫৭ জন। 

এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৬৯১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ২৫৭ জন এবং চীনের বাইরে ৬ হাজার ৪৩৪ জন। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৮১৮ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত মোট ৩৯ হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছে। 

শনিবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৪৩৩ জন এবং মারা গেছে ৪৭ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৭৯ হাজার ২৫৭ জন এবং মারা গেছে ২ হাজার ৮৩৫ জন। 

Related Articles

Leave a Reply

Back to top button