
আন্তর্জাতিক
কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
কঙ্গোর রাজধানী কিনশাসায় রবিবার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ট্যাক্সি ও পথচারীদের চাপা দেয়। এতে কমপক্ষে ১৪ জন নিহত ও ২৪ জনেরও বেশি আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দুর্ঘটনার পর সেখানে গিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইতেনি লংগোডো জানান, এতে কমপক্ষে ১৪ জন মারা গেছে ।এবং ধারণা করা হচ্ছে, সেখানে ৩০ জনেরও বেশি আহত হতে পারে।
আহতদের মানসম্পন্ন চিকিৎসার ব্যাবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।