আন্তর্জাতিকলিড স্টোরি

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষ, নিহত অন্তত ৭০০

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের গোমা শহরে এম২৩ বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষে গত পাঁচ দিনে অন্তত ৭০০ জন নিহত এবং ২,৮০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা উত্তর কিভুর রাজধানী গোমা দখল করেছে এবং বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে, জানিয়েছে বিবিসি। বিদ্রোহীদের ঠেকাতে কঙ্গোর সেনাবাহিনী অবস্থান নিয়েছে। শত শত বেসামরিক স্বেচ্ছাসেবক প্রতিরক্ষায় যোগ দিয়েছে।

১৯৯০-এর দশক থেকে চলা সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে চরমে পৌঁছেছে। কঙ্গো সরকার এম২৩-কে খনিজসমৃদ্ধ অঞ্চল দখলের অভিযুক্ত করলেও, বিদ্রোহীরা সংখ্যালঘু অধিকারের জন্য লড়াইয়ের দাবি করছে।

জাতিসংঘ ও WHO থেকে দেওয়া তথ্যমতে, সংঘর্ষ আরও বাড়তে পারে। SADC (দক্ষিণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি) কঙ্গোর সার্বভৌমত্ব সমর্থন করেছে এবং সেখানে শান্তিরক্ষী পাঠিয়েছে।

এদিকে, কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী রুয়ান্ডাকে দখলদার বলে অভিযুক্ত করেছেন, তবে রুয়ান্ডা সরকার তা অস্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button