Leadঅপরাধ-আদালতচট্রগ্রামজেলার খবর

ওসিদের বিরুদ্ধে অভিযোগের স্তূপ, বড় হচ্ছে বদলির তালিকা

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের বিরুদ্ধে ৭ মাসে অভিযোগের পাহাড় গড়েছে। তার সময়ে সীমান্তবর্তী এই উপজেলা দিয়ে মাদকসহ ভারতীয় পূর্ণ পাঁচার ও চোরাচালান দ্বিগুণ হারে বেড়েছে।

এই সুবাদে দেড়শ চোরাচালানি ও মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা এসেছে তার পকেটে। সর্বোচ্চ দেড়লাখ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় হয় তাদের কাছ থেকে। মাদক ধরে এর অর্ধেক আবার মাদক কারবারিদের কাছেই বিক্রি করে দিয়েছেন এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উদাহরণসরূপ বলা যায়, ফেনসিডিল জব্দ করা হয়েছে ৪০০ বোতল। কিন্তু মামলা রেকর্ড করা হয়েছে ৭৫টি। বাকি ৩২৫ বোতলই গায়েব করে দিয়েছে ওসি। তবে শুধু তিনিই নন এমন অভিযোগ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক ওসি’র বিরুদ্ধে। এদের অনেকেই আছেন বদলির তালিকায়।

জানা যায়, ওই ফেনসিডলিগুলো কালাছড়ার হানিফ মেম্বার, কাশিমপুরের হাফিজুল,দুলাল, এনামুল, সোহাগ, মান্না, তৌহিদ, হরমুজ, মানটু, আনাস মিয়া, ইকরতলীর মাঈনুল, সাচ্চু, জাহাঙ্গীর, রনি, অন্তর, রায়হান, খাটিংগা রাজবাড়ীর লিটন, নিজাম, কামালমুড়ার শিরু, রাকিব, স্বপন, বামুটিয়াছড়ারপারের শাহ আলম, বাচ্চু, মনি, রিপন, দুলাল খন্দকার, চানপুরের আব্দুল হক, সহ মেরাশানীর জসিম খান, নলগুড়িয়ার হাবির, মিশা জোবায়েদ, ফরইসলাম, দিনু, ছেনটু, আল-আমীন, কাশিনগরের আলমগীর, জয়, কোষাই বিল্লাল, জসিম, জালা আমিন, পরান, সেতু, প্রায় দেড়শো মাদক কারবারিদের কাছ থেকে এসআই ও বিট অফিসারদের মধ্যমে টাকা আদায় করে।

ভুক্তভোগীরা জানান, শহিদুল ইসলাম বদলি হয়ে যাওয়া পুলিশ সুপার মো. এহতেশামুল হকের সঙ্গে আগে সিলেটের মৌলোভীবাজার এলাকায় পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) চাকরি করেন। এহতেশামুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি হলে শহিদুল এখানে বদলি হয়ে আসেন প্রথমে ডিবির ওসি হন। কয়েকদিন পারে তাকে বিজয়নগর থানার ওসি করেন পুলিশ সুপার। এসপি’র লোক হিসেবে হয়ে উঠেন বেপরোয়া।

পুলিশ সুপার এহতেশামুল হক ও ওসি শহীদুল ইসলাম

শহিদুলের মতো জেলার সীমান্তের অন্য দুই উপজেলা আখাউড়া এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও মাদককে না বলতে পারেননি। গত ১৪ জুলাই আখাউড়া পৌর এলাকার টানপাড়ার বাচ্চু মিয়াকে ইয়াবাসহ আটক করে পুলিশ। কিন্তু তাকে চালান দেওয়া হয় রাজনৈতিক মামলায়। প্রতি মাসে মোটা অঙ্কের টাকায় ওসিকে ম্যানেজ করে কালিকাপুরের ইয়াকুব, বাউতলার পিয়ারু, রাজেন্দ্রপুরের আল আমিন, আমেদাবাদের রোমান, শফর আলী, আবুলাল, সাজু, মোরশেদ, মোবারক, রিপন, শামীম, মনাদাস ও কাসেম আজমপুর, আবদুল্লাহপুরের কিবরিয়াসহ আরও অনেকে নির্বিঘ্নে চোরাচালান, মাদক ব্যবসা চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের কার্যালয় থেকে গত ১ ডিসেম্বর ১০৩ জন ইন্সপেক্টরের বদলি আদেশ হয়। যাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ থানার ওসি’র নাম রয়েছে। রেঞ্জের ডিআইজি, এডিশনাল আইজি মো. আহসান হাবীব পলাশ স্বাক্ষরিত ওই আদেশে ৩রা ডিসেম্বরের মধ্যে বদলি কর্মস্থলে যোগ দিতে বলা হয় ইন্সপেক্টরদের। এরপরই ওসিদের কর্মস্থল ছাড়ার তোড়জোড় শুরু হয়। কেউ কেউ বিদায় নিয়ে নতুন কর্মস্থলের পথে রওনাও হয়ে যান। পরে আবার ৬ ডিসেম্বর পর্যন্ত যার যার কর্মস্থলে থাকতে বলা হয়। এ তথ্য নিশ্চিত করেন এক ওসি।

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতাসহ নানা অপকীর্তিতে জড়িয়ে অল্প সময়ে আলোচিত হয়ে উঠেন জেলার কয়েক থানার ওসি। সরাইল থানার ওসি মোরশেদুল ইসলাম চৌধুরী ৬ মাস আগে এই থানায় যোগ দেয়ার পর দাঙ্গা-ফ্যাসাদের হিড়িক পড়ে। থানার পাশেই ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার লোকজনের সংঘর্ষ চলে কয়েক ঘণ্টা ধরে। সংঘর্ষ হয়েছে পরমানন্দপুরে। দেওড়া গ্রামে কয়েকদিন ধরে সংঘর্ষ চলার পর খুন হন একজন। কিন্তু থানা থেকে বের হননি ওসি।

গত ৪ নভেম্বর অরুয়াইলের যুবলীগ নেতা হত্যাসহ একাধিক মামলার আসামি বোরহানকে পুলিশের কাছ থেকে জোর করে ছিনিয়ে নেয়া হয় । আলোচনা রয়েছে বোরহানকে ধরতে ১ লাখ টাকা নেয় পুলিশ। কৌশলে তাকে ছেড়ে দেওয়ার পথ খোলা রাখতে হ্যান্ডকাফ না পরিয়ে অরুয়াইল ফাঁড়ি পুলিশ তাকে নিয়ে সরাইল থানায় রওনা দেয়।

৫ জুলাই ঘর থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শাহবাজপুর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী ময়না। পরে পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করে মরদেহ মসজিদের বারান্দায় ফেলে রাখা হয়। এ হত্যা রহস্য এখনো বের হয়নি। ওসি মোরশেদুল ফোন ধরা থেকেও বিরত থেকেছেন সবসময়।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামের দায়িত্ব পালনকালীন ৬ মাসে ওই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগের পর্যায়ে পৌঁছে। চোর সন্দেহে সলিমগঞ্জ ফাঁড়িতে আটকে রেখে পুলিশ নির্যাতন চালায় এক যুবকের ওপর। এতে মৃত্যু হয় ওই যুবকের। ওই ঘটনায় মানুষ উত্তেজিত হলে ফাঁড়ি বন্ধ করে দেওয়া হয়।

এসব থানার ওসিরা ছাড়াও বদলি আদেশ পেয়েছেন সদর মডেল থানার ওসি মুহাম্মদ আজহারুল ইসলাম, নাসিরনগর থানার ওসি মাকসুদ আহমেদ, বাঞ্ছারামপুর থানার ওসি হাসান জামিল খান, কসবার ওসি মো. আবদুল কাদের ও আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, জেলার ৯ থানার ওসিদের বদলি আদেশ হলেও তারা স্ব স্ব থানায় কর্মরত আছেন। তাদের অন্যত্র চলে যাওয়ার বা নতুন করে কারা আসবে সে রকম কোনো আদেশ আমরা পাইনি।

Related Articles

Leave a Reply

Back to top button