ওয়ান স্টপ সার্ভিসে ব্যাংক হিসাব খুলতে বিডা-সোনালী ব্যাংকের চুক্তি

দেশে নতুন ব্যবসা শুরু করতে বিনিয়োগকারীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ বা একক আবেদন ও একক ফি পরিশোধের মাধ্যমে পাঁচটি গুরুত্বপূর্ণ সেবা দেওয়া হবে। এসব সেবা সহজ করতে সোনালী ব্যাংক পিএলসিসহ ছয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
এমওইউ অনুযায়ী, বিডার অনলাইন পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা একক আবেদনের মাধ্যমে যেসব সেবা পাবেন, তার মধ্যে একটি হলো ব্যাংক হিসাব খোলা। এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে বিডা এই সমঝোতা স্মারক সই করে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদার) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস।
একক আবেদনের মাধ্যমে বিডার ওয়ান স্টপ সার্ভিসে যে পাঁচটি সেবা পাওয়া যাবে সেগুলো হলো— নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা।
চুক্তি সই অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, এই উদ্যোগ দেশের বিনিয়োগ পরিবেশ আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে। অর্থনীতিতে যা ইতিবাচক প্রভাব ফেলবে।