
এসএ গেমস: কারাতে ইভেন্টে সোনায় মোড়ানো একটি দিন
এসএ গেমসের তৃতীয় দিনের কারাতে ইভেন্ট বাংলাদেশের জন্য ছিলো সোনায় মোড়ানো একটি দিন। ইভেন্টের তিন বিভাগে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। এছাড়া, হাই জাম্পে এসএ গেমসের ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে রৌপ্য পদক জিতেছেন মাহফুজুর রহমান।
কারাতের একক কাতা ইভেন্টে ব্রোঞ্জ জেতার পর আরও একটি ইভেন্টে স্বর্ণ পদকের দেখা পেলেন হোমায়রা আক্তার। ৬১ কেজি কুমিতে সাফল্য দিয়ে নিজের সামর্থ্যরে প্রমাণ দিলেন এই অ্যাথলেট। মেয়েদের কুমি ইভেন্টের ফাইনালে হোমায়ারার প্রতিদ্বন্দ্বী ছিলেন নেপালের আনু গুরং।
এর আগে সকালেই ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমি ইভেন্টে সোনা জেতেন আল আমিন। ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে পদক নিশ্চিত করেন আল আমিন ইসলাম।
এর পরপরই মেয়েদের অনূর্ধ্ব ৫৫ কেজি ওজন শ্রেণির কুমিতে স্বর্ণ পদক জেতেন মারজান আক্তার। আল আমিনের সোনা জয়ের রেশ কাটতে না কাটতেই কাঠমান্ডু থেকে সুসংবাদ দেন মারজান। ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন তিনি। এর আগে ২-১ পয়েন্টে নেপালের মানিশ চৌধুরীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মারজান।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ছেলেদের হাই জাম্পে সোনা জিততে না পারলেও বাংলাদেশের জাতীয় রেকর্ড গড়েছেন মাহফুবুর রহমান। ২ দশমিক এক ছয় মিটার উচ্চতা টপকে যুগ্মভাবে দ্বিতীয় হয়ে রুপা জেতেন তিনি। এসএ গেমসের ইতিহাসে হাই জাম্পের ইভেন্টে এটাই বাংলাদেশের প্রথম পদক জয়।