
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ বাংলাদেশিকে পুশইন করেছে। বুধবার (১৮ জুন) ভোরে প্রবল বৃষ্টির মধ্যে মাসুদপুর বিওপির আওতাধীন ৪/-১ এস নম্বর সীমান্ত পিলার দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। বিজিবি জানায়, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, “নারী ও শিশু পুশইন ঠেকাতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সীমান্তে বিজিবির নজরদারি সর্বদা জোরদার রয়েছে।”
সীমান্তে ধরা পড়া ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই প্রতিবেশি রাষ্ট্রের ভূখণ্ডে ঠেলে দেওয়াকেই ‘পুশইন’ বা ‘পুশব্যাক’ বলা হয়। এই প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও বিতর্কিত পদ্ধতি হলেও ভারতে অনেকদিন ধরেই পুশইন করে যাচ্ছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও দেশটি নিয়মিতভাবে অবৈধভাবে পুশইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লিকে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের মাধ্যমে ফেরত পাঠাতে। কিন্তু বিএসএফ প্রায়ই সরাসরি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী। ভারতের মানবাধিকারকর্মীরাও এই প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ বেআইনি’ হিসেবে আখ্যা দিয়েছেন।