Leadজাতীয়রাজকূট

এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

নির্বাচন কবে হবে, এই প্রশ্নে ১০ মাসের ধোঁয়াশার মধ্যে প্রথমবারের মতো সুনির্দিষ্ট একটি সময়ক্রম জানালেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়ে বলেছেন, তিনি চান ‘সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক।’

প্রধান উপদেষ্টার এই ভাষণে ঈদে বাড়ি ফেরা ও বাজার ব্যবস্থাপনা, চট্টগ্রাম বন্দর, জুলাই সনদ প্রণয়নের মতো বিষয়ের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

ইউনূস বলেন, “আমি জানি, আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ রয়েছে।”

এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে বলে অতীতে বহুবার বলা কথা তুলে ধরে তিনি বলেন, “এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার, সরকার তাই করছে।”

প্রধান উপদেষ্টা বলেন, “বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।”

ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা করার কথাও বলেন তিনি।।

২০২৪ সালের ৮ আগস্ট শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার এতদিন নির্বাচনের প্রশ্নে ছয় মাসের একটি দীর্ঘ সময়ের কথা বলে আসছে। তবে বিএনপি ও সমমনা দলগুলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে জোরাল দাবি জানিয়ে আসছে। এই দাবিতে আন্দোলনে নামার হুমকিও দেওয়া হচ্ছে।

এর মধ্যে জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা দাবি করেন, দেশে একটি মাত্র দল নির্বাচন চাইছে। তবে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে বক্তব্য আসে, “একজন মাত্র ব্যক্তি ডিসেম্বরে নির্বাচন চাইছেন না।”

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপি ডিসেম্বরে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে আন্দোলনে যাওয়ার হুমকিও দিয়েছে দলটি।

প্রধান উপদেষ্টা বলেন, “এ সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে।”

এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে তিনি বলেন, “যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র-জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে।”

কেমন হবে সেই নির্বাচন?
ইউনূস বলেন, “আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক।”

দেড়যুগ পরে দেশে ‘সত্যিকারের’ একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, “বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।”

ভোটে জনগণের কী ‘দায়িত্ব’
নির্বাচনকে ঘিরে দেশবাসীর কী করা উচিত, তাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কার প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তাঁরা অনুমোদন করেন।‌

“আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কখনও কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবে না।

“আপনারা তাদের কাছে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি আদায় করে নেবেন এই মর্মে যে তারা কখনোই, কোনো অবস্থাতেই আপনাদের গণতান্ত্রিক অধিকার ও মানবিক মর্যাদা ক্ষুণ্ন করবেন না।

“আপনারা তাদের কাছে অঙ্গীকার আদায় করে নেবেন যে তারা সম্পূর্ণ সততা ও স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করবেন এবং সকল প্রকার দুর্নীতি, দলীয়করণ, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি গণবিরোধী কাজ থেকে নিজেদেরকে সম্পূর্ণভাবে মুক্ত রাখবেন।”

এবারের নির্বাচন শুধু শান্তিপূর্ণ করার বিষয় নয় বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, “এটা ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ‘নতুন বাংলাদেশ’ গড়ার নির্বাচন। এই নির্বাচনে পরিচিত দলগুলোই থাকবে। তাদের পরিচিত মার্কাগুলিই থাকবে। কিন্তু ভোটারকে বের করে আনতে হবে যে এই মার্কার পেছনে আপনার কাছে ভোটপ্রার্থীরা কে কতটুকু ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য প্রস্তুত কে কতটা প্রতিজ্ঞাবদ্ধ।”

ভোটাররা সৌভাগ্যবান
যারা এই নির্বাচনে ভোটার হবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী বলেও মন্তব্য করেন ইউনূস। তিনি বলেন, “আমরা একটা অনন্য ঐতিহাসিক ভূমিকা পালনের সুযোগ ও দায়িত্ব পাচ্ছি। আমরা জাতির নতুন যাত্রাপথ তৈরি করে দেওয়ার দায়িত্ব পাচ্ছি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টির মহান সুযোগটা পাচ্ছি।”

দেশবাসীর সুচিন্তিত ভোটের মাধ্যমেই ‘নতুন বাংলাদেশ’ নির্মিত হবে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, “শহীদদের রক্তদান সার্থক হবে।”

বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করেই সবাই ভোটকেন্দ্রে যাবে এবং দৃঢ় প্রত্যয়ে ভোট দেবে বলেও আশা করেন ইউনূস।

“এখন থেকে ভাবনাচিন্তা শুরু করুন, আলোচনা শুরু করুন। এখন থেকে আপনাদের ভোটের গুরুত্বটা বুঝে নিন। আপনার এবারের ভোটের গুরুত্ব ঐতিহাসিক মানদণ্ডে দেখা হবে।”

দেশবাসীর সঙ্গে সরকারের ‘চুক্তি’
পতিত আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ‘ধ্বংসস্তূপ’ বানিয়েছে বলে অভিযোগ করে সেখান থেকে নতুন করে যাত্রা শুরু করতে হলে ন্যূনতম তিনটি কাজ করতে হবে বলেও মন্তব্য করেন ইউনূস। তিনি বলেন: প্রথমত, বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার উদ্যোগ দৃশ্যমান করে তোলা।

দ্বিতীয়ত: রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কার সাধনে প্রয়োজনীয় ঐকমত্য ও পথনকশা তৈরি করা।

তৃতীয়ত: একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা। এ লক্ষ্যে ধ্বংসপ্রাপ্ত নির্বাচন ব্যবস্থাকে স্থায়ীভাবে সংস্কার করা।

এই তিনটি বিষয়কে দেশবাসীর সঙ্গে আমাদের চুক্তি হিসেবেও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “চব্বিশের শহীদের রক্তেভেজা এই চুক্তি আপনাদের সার্বিক সমর্থন, আস্থা ও সহযোগিতা নিয়ে এবং পতিত শক্তি ও তার দোসরদের সৃষ্ট সকল বাধা-বিপত্তিকে পরাভূত করে আমরা সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমার দৃঢ় বিশ্বাস।”

সংস্কার ও বিচার নিয়ে গ্রহণযোগ্য জায়গা আগামি রোজার পর
‘সংস্কার, বিচার ও নির্বাচন’ এই তিনটি ‘ম্যান্ডেটের’ ভিত্তিতে দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে ইউনূস বলেন, ‘সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি।

“বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের বিচার- যা কি না জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায়- সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব।”

এতে সরকারের ওপর আরোপিত দায়িত্ব ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button