
এনআরসি নিয়ে উদ্বেগের কিছু নেই হাসিনাকে আশ্বস্ত করলেন মোদী।
আসামের নাগরিকপঞ্জিতে ১৯ লাখ মানুষ বাদ পড়া নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার নিউ ইয়র্কে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে মোদী এই বার্তা দিয়েছেন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
স্থানীয় সময় দুপুরে লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলের কেনেডি রুমে বৈঠকে বসেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে গুরুত্বপূর্ণ সব ইস্যু তুলে ধরেছেন প্রধানমন্ত্রী এবং এর ভালো সদুত্তর পেয়েছেন। আমাদের কনসার্ন হচ্ছে এনআরসি, আমাদের কনসার্ন হচ্ছে নদী- সবগুলোই উঠেছে।
“মোদী বলেছেন,এগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নাই। উই উইল টেক কেয়ার ইট।”
উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই- প্রশ্নে তিনি বলেন, “কোনও কারণ নেই। এটা বলতে পারেন। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে, আমাদের দুই দেশের মধ্যে এত ভালো সম্পর্ক, এর প্রেক্ষিতে এই ছোটখাট অনেকগুলো ইস্যু আছে, এগুলো নিয়ে আমাদের কোনো রকমের উদ্বেগের কোনও কারণ নেই।”
পররাষ্ট্রমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আগামী ৫ অক্টোবর শেখ হাসিনার ভারত সফরের সময় আরও বিস্তারিত আলোচনা হবে।
দুই দেশের সম্পর্ক খুবই উষ্ণ মন্তব্য করে মোমেন বলেন, “দুই ভাই-বোনের মধ্যে কোনো ধরনের প্রটোকল দরকার হয় না।”