
এনআরসি ইস্যুতে রণক্ষেত্র দিল্লি; নিহত ২০
নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে অস্থিরতা বেড়েই চলেছে দিল্লিতে। ঘটছে একের পর এক সংঘর্ষের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভারত সফরে আছেন। তবে তার সফরকালেই রণক্ষেত্রে পরিণত হয়েছে দিল্লি। ইতোমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০ জনে। এছাড়া এ ঘটনায় এক শিশুসহ আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতে মার্কিন প্রেসিডেন্টের সফরকালেই রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। এনডিটিভি জানায়, ট্রাম্প দিল্লির যেখানে অবস্থান করছিলেন, তার মাত্র ১৫ কিলোমিটার দূরেই চলছিল ওই সংঘর্ষ।মূলত গত রোববার থেকেই নাগরিকত্ব আইনের পক্ষ-বিপক্ষে এ সহিংসতা শুরু হয়। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে।
সহিংসতা ঠেকাতে গেলো ২৪ ঘন্টায় তিনবার বৈঠকে বসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।