জেলার খবর

উল্লাপাড়ায় রেলের বগি লাইনচ্যুত, পুড়ে গেছে ইঞ্জিন

মন্দবাগ রেল ট্রাজেডির দুদিনের মধ্যেই এবার সিরাজগঞ্জে ঘটে গেলো আরো একটি রেল দুর্ঘটনা। রংপুর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়ে পুড়ে গেছে ইঞ্জিন ও ৩টি বগি। দুর্ঘটনায় আহত হয়েছে ৫ জন। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।
সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন পার হওয়ার সময় রংপুর এক্সপ্রেসের তেলের ট্যাংক ফেটে হঠাৎ আগুন ধরে যায়। ধোঁয়া আর আগুনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বন্ধ হয়ে যায়, উত্তরবঙ্গের সাথে সারাদেশের রেল যোগাযোগ।
স্টেশন কর্তৃপক্ষ জানান, দুপুর আড়াইটার দিকে ট্রেনটি উল্লপাড়া থেকে ঈশ্বরদীর উদ্দেশে ছেড়ে যায়। মূল প্ল্যাটফর্ম পার হতেই ট্রেনটির ইঞ্জিন ওপরের দিকে উঠে যায়। এ সময় বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগে। খবর পেয়ে কাজ শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় আহত হয়েছে চালকসহ ৫জন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশীর বিভাগীয় ট্রাফিক অফিসার আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ করে রিলিফ ট্রেন।

Related Articles

Leave a Reply

Back to top button