উন্নয়ন সহায়তা করুন, শর্তের বেড়াজালে জড়াবেন না: প্রধানমন্ত্রী

উন্নয়নে সহায়তা করুন। তবে শর্তের বেড়াজালে জড়াবেন না। দাতা সংস্থাগুলোর প্রতি এমন আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোন উন্নয়নই সম্ভব নয়।
বাংলাদেশের উন্নয়ন সহযোগিদের এক ছাতার নিচে এনে তাদের কথা শুনতে ও বলতেই, দুইদিন ব্যাপি বাংলাদেশ উন্নয়ন ফোরাম ২০২০ নামের এই বৈঠকের আয়োজন।
বুধবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাইকা , বিশ্বব্যাংক, এডিবি ছাড়াও ৩০ থেকে ৪০টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের উন্নয়ন নিয়ে এত যে প্রশংসা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার মূল ক্রেডিট দিলেন পলিটিক্যাল কমিটমেন্টকে
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সরকারের যখন নানা পদক্ষেপ, তখন প্রধানমন্ত্রী আক্ষেপ, কথা দিয়েও কথা রাখে না উন্নত দেশগুলো
বাংলাদেশের উন্নয়নে দাতা সংস্থাগুলোর সহায়তার জন্য ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। তবে এক্ষেত্রে শর্তের বেড়াজালে না জড়ানোর অাহবার তার।