
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : কোরবানির ঈদকে ঘিরে বেপরোয়া হয়ে উঠেছে সীমান্তের মাদক ও পণ্য চোরাকারবারি চক্র। প্রতিদিনই সীমান্ত দিয়ে মাদক ও ভারতীয় পণ্য দেশে আনছে চক্রটি। ওইসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে তৎপর চক্রের সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। এই জেলার বিজয়নগর, আখাউড়া, কসবা, ধর্মঘর সীমান্ত অতিক্রম করে ভারত থেকে আনা হচ্ছে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য। প্রতিবেশি এই দেশ থেকে আসা মাদক চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলাসহ পার্শ্ববর্তী ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জ ও ঢাকায়।
জানা গেছে, প্রায় প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ অবৈধ ভারতীয় পণ্যের চালান ধরা পড়ছে। তবে পুলিশের হাতে জব্দকৃত মাদকের পরিমাণ খুবই সামান্য। আবার যতটুকু মাদক ধরা পড়ছে তার অর্ধেক সোর্সের মাধ্যমে বিক্রি করে ফেলারও অভিযোগ রয়েছে খোদ পুলিশের বিরুদ্ধেই।
বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির আইসি রাজিবের বিরুদ্ধে রয়েছে আটক হওয়া মাদক কারবারিকে টাকার বিনিময়ে ছেড়ে দেয়া, ঘুষ লেনদেন ও মানুষকে হয়রানিমূলক মামলা দেয়াসহ আটক বাণিজ্যের মতো ভয়াবহ অভিযোগ আছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ইসলামপুর ফাঁড়ির আইসি রাজিবের বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো পুলিশ সুপারের কার্যালয় থেকে তদন্ত হচ্ছে।
সাম্প্রতিক চোরাচালান অভিযান
সর্বশেষ ৫ জুন রাতে কসবা তালতলা এলাকা থেকে ১২৯ বোতল ভারতীয় মদ, একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। আগের দিন ৪ জুন দুপুরে আশুগঞ্জ থানার টোলপ্লাজায় ২৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়।
এদিকে ৩ জুন ভোর ৫টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী থেকে প্রায় ৩৯ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। গত ১ জুন আশুগঞ্জ থানার টোলপ্লাজায় ১৯৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ শাখাওয়াত হোসেন ৪০ নামে একজনকে আটক করে পুলিশ।
সম্প্রতি বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিস ভারতীয় সানস্ক্রিন ক্রিম, ৬ হাজার পিস আইভি ক্যানুলা এবং ৪৬ বাক্স বিভিন্ন প্রকার আগরবাতি জব্দ করে বিজিবি। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৩৮ লাখেরও বেশি।